সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যা মামলার এজাহারভুক্ত কুটি মিয়া (২৪) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আজবাহার আলী শেখ।
জানা যায়, গ্রেফতারকৃত কুটি মিয়া (২৪) সিলেট নগরীর বড়বাজার গোয়াইপাড়া এলাকার মৃত নুর মিয়ার ছেলে।
কামাল হত্যা মামলায় তিনি এজাহারনামীয় ৫ নম্বর আসামি।
তবে কোন এলাকা থেকে কখন তাকে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, এ বিষয়টি পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, গত রোববার রাত সিলেটে ছুরিকাঘাতে খুন হন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নেতা আ ফ ম কামাল।
এ ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের বড় ভাই ময়নুল হক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আজিজুর রহমান সম্রাটকে প্রধানকে ১০ জনের নামোল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি আছেন আরও পাঁচ-ছয়জন।